রংপুর অফিস॥
গতকাল শনিবার রঙ্গপুর সাহিত্য পরিষৎ এ সকাল সাড়ে ১১ টায় নির্বাচন পরবর্তী প্রাথমিক মূল্যায়নের লক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক, পিস প্রেসার গ্রুপ ও পিস অ্যাম্বাসেডরস এর আয়েজনে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলণে সভাপতিত্ব করেন পিস প্রেসার গ্রুপের সদস্য ও সুজন রংপুর জেলা কমিটির সভাপতি আকবর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন রংপুর জেলা কমিটির সহ-সভাপতি বনমালী পাল, সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি ও পিস প্রেসার গ্রুপের সদস্য খন্দকার ফখরুল আনাম বেঞ্জুু, সুজন রংপুর মহানগর কমিটির সম্পাদক মোঃ আরিফ হোসেন টিটো, সুজন রংপুর জেলা কমিটির সম্পাদক আফতাব হোসেন এবং দি হাঙ্গার প্রজেক্ট রংপুর অঞ্চলের সমন্বয়কারী রাজেশ দে, পিস প্রেসার গ্রুপের সদস্য ইফসানা তাসমিন তৃপ্তি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় রংপুর সিটি কর্পোরেশনের শান্তিপ্রিয় ভোটারদের প্রতি। সংবাদ সম্মেলণে সুজন নেতৃবৃন্দ রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি সিটি কর্পোরেশনকে দূর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।