• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

রসিকের নব নির্বাচিত মেয়রের সাথে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাত

আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

রংপুর  প্রতিনিধি॥
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে তার বাসায় সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতকালে রংপুর চেম্বারের সভাপতি নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাতকালে রংপুর চেম্বার নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়রকে রংপুর সিটি কর্পোরেশনকে যানজটমুক্ত পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি অধিক কর্মসংস্থানের জন্য শিল্পায়নের সহায়ক পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন, পয়নিস্কাশন ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, চাঁদাবাজি, বিদ্যুৎ, ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট, বিশুদ্ধ পানি সরবরাহ সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মেয়রকে অনুরোধ জানান।
এ সময় নব নির্বাচিত মেয়র চেম্বার নেতৃবৃন্দের প্রস্তাবনাসমূহ ধৈর্য্যরে সাথে শুনেন এবং রংপুর সিটি কর্পোরেশনকে যানজটমুক্ত পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে  সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, পরিচালকবৃন্দের মধ্যে মোঃ আশরাফুল আলম আল আমিন, মোঃ শাহজাহান বাবু, মোঃ রিয়াজ শহিদ শোভন, দেবব্রত সরকার রঞ্জু, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ হাবিবুর রহমান রাজা, পার্থ বোস, চেম্বারের সাধারণ সদস্য এম এ হালিম কানুন ও অশোক কুমার বাগচী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ