উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
কনিবার সকালে উল্লাপাড়ায় সিরাজগঞ্জ জেলা পরিষদ থেকে সংবাদপত্র হকারদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্থানীয় সংবাদপত্র হকারদের মধ্যে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় অধ্যাপক ছাইদুর রহমান, সাংবাদিক নুর মোহাম্মদ সরকার, উল্লাপাড়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি নুর ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে আলোকিত উল্লাপাড়ার উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ৬০ জন দুস্থ্য মহিলাদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভুমি) ফারুক সুফিয়ান উপস্থিত ছিলেন।