ধামরাই (ঢাকা) থেকে॥
ঢাকার ধামরাইয়ে বাস নিয়তন্ত্র হারিয়ে খাদে পড়ে অজ্ঞাত নামে এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে কম পক্ষে ২৫ জন্য। রোববার (১৪জানুয়ারী) বেলা ১২ ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নিরাপদ পরিবহনটি ধামরাই এক,মি,ফ্যাক্টরী সামনে এসে পৌছালে নিয়তন্ত্র হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে এক জন্য মহিলা ঘটনা স্থলে মারাযান। বাকিদের আহত আবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) ভজন রায় জনান ঢাকা থেকে ছেড়ে আসা (নিরাপদ) বাসটি দ্র্ত গতিতে ধামরাই দি, এক, মি, ফ্যাক্টরী এলাকায় পৌছালে, এই সময় বাসটি নিয়তন্ত্র হারিয়ে খাদে পড়েযায়। এতে ঘটনা স্থলে অজ্ঞাত নামা এক মহিলা নিহত হয়। আহত হয় কম পক্ষে ২৫ জন্য। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।