উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার জমিয়াতুল মোদাররেছীন এর উল্লাপাড়া শাখার শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান মতবিনিময় সভা করেন। উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উল্লাপাড়া পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, জমিয়াতুল মোদাররেছীন এর উল্লাপাড়া শাখার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বিষয়ে শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।