চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমপি আব্দুল ওদুদ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে বারঘরিয়া ইউনিয়ন ফুটবল দল। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মহারাজপুর গোয়ালটুলী ফুটবল দল ও বারঘরিয়া ইউনিয়ন ফুটবল দল। টানা ৯০ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারায় শেষে ট্রাইবেকারের মাধ্যমে শেষ হয়। ট্রাইবেকারে ৪-৩ গোলে বারঘরিয়া ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমীতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টূর্ণামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করে মহারাজপুর ইউনিয়ন যুবলীগ এবং সার্বিক সহযোগিতা করে মহারাজপুর জাগৃতি সংঘ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বারঘরিয়া দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোর মোহাম্মদ। সেরা গোলদাতা হয়েছেন চকআলমপুর ফুটবল দলের খেলোয়াড় মোঃ সেমাজুল হক। খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শামীম খান ও মোঃ আনিসুর রহমান। ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সৈয়দ ওয়াহেদুল ইসলাম। খেলা উপভোগ করেন বিভিন্ন স্থানের সহ¯্রাধিক ক্রীড়ামোদীরা।