ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুর ঘোড়াঘাটে রিসোর্স ইন্টিগ্রেশন রিক রাণীগঞ্জ শাখার উদ্যোগে ১’শ দরিদ্র লোকের মাঝে গায়ের চাদর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বিকেল ৩টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ রিক অফিস কার্যালয় থেকে শীতবস্ত্রগুলো বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, আব্দুল মান্নান মন্ডল, চেয়ারম্যান ৩নং সিংড়া ইউপি, দিনাজপুর রিক এরিয়া ম্যানেজার কামরুল হোসেন, ব্যবস্থাপক রাণীগঞ্জ শাখা মঞ্জুরুল হক, মাঠ কর্মকর্তা রবিউল ইসলাম, ওয়াজেদ আলী, হাফিজুল ইসলাম ও রিক গোবিন্দগঞ্জ ব্যবস্থাপক ফরিদুল বাশার, আমজাদ হোসেন প্রমুখ।