পুলিশের দায়েরকৃত ছয় মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেয়।
জিয়া চ্যারিটবেল ও অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধাদান, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে রমনা থানায় গত ২০, ২১, ২২, ২৩, ২৭ ডিসেম্বর ও ৩ জানুয়ারি পৃথক ৬টি মামলা করে পুলিশ। এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান ড. আসাদুজ্জামান। তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।