মৌলভীবাজারে আছিদ মিয়া (৪৫) নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৫ সালে ১৫ অক্টোবর সকালে কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মোবারক মিয়ার বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিছ মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, চাঁদ মুরারী সিংহ।