• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

সরকারী রাস্তার মাটির কাটার অভিযোগে ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা, স্কেভেটর জব্দ

আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট চিতলমারী সড়কের মুণিগঞ্জ সেতুর এপ্রোচ সড়কের পাশ দিয়ে অবৈধভাবে মটি কাটার অভিযোগে ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার রাতে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী এইচ এম সোয়েব হোসেন বাদী হয়ে এমবিআই ব্রীকস্রে মালিক মো. মিজানুর রহমান মনির বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। তবে পুলিশ এখনো ইটভাটার মালিককে গ্রেপ্তার করতে পারেনি। সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ এই প্রতিনিধি কে বলেন, গত কয়েক দিন ধরে এমবিআই ব্রীকস্রে মালিক মো. মিজানুর রহমান মনির স্কেভটর দিয়ে সড়ক বিভাগের বাগেরহাট চিতলমারী জেলা মহাসড়কের শহরের মুণিগঞ্জ সেতুর এপ্রোচ বাম পাশের সড়ক বিভাগের অধিগ্রহণ করা(কেশবপুর পারের) জমির মাটি কাটছিলেন। রাস্তার পাশ দিয়ে ইটভাটার মালিক অবৈধভাবে মাটি কাটায় সড়ক বাঁধটির ক্ষতিসাধন করেছেন। এছাড়া সড়ক বিভাগের মুণিগঞ্জ সেতুটি ঝুঁকির মধ্যে পড়ার আশংকা রয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিষয়টি সড়ক বিভাগের নজরে আসায় তাৎক্ষনিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা অভিযোগ করি এবং এই ঘটনায় একটি মামলা করেছি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এই প্রতিনিধিকে বলেন, সড়ক বিভাগের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আমরা মামলা গ্রহণ করেছি। মাটি কাটার কাজে ব্যব‎হৃত স্কেভেটরটি জব্দ করা হয়েছে। ইটভাটার মালিক আতœগোপণে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।বিষয়টি জানতে এমবিআই ব্রীকস্রে মালিক মো. মিজানুর রহমান মনির কাছে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলছি বলে লাইনটা কেটে দেন আর যোগাযোগ করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ