রাজাপুরে স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় স্বামী ও দুই ভাসুরকে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ বুধবার সকালে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বামী বদল হাওলাদার, ভাসুর দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। তারা রাজাপুর উপজেলার জগাইরহাট গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
আসামিদের বিরুদ্ধে অনধিকার ঘরে প্রবেশ, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার পৃথক তিনটি ধারার অপরাধ প্রমাণ হওয়ায় আদালত যথাক্রমে ১, ৩ ও ৫ বছরসহ মোট ৯ বছর সাজা দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালে রাজাপুর উপজেলার জগাইরহাট গ্রামের নুরুন্নাহার বেগমের সাথে একই গ্রামের বাদল হাওলাদারের বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী ও দুই ভাসুর নুরুন্নাহারকে যৌতুকের দাবিতে মারধর করতেন।
নুরুন্নাহার ২০১৪ সালে তাদের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ২০১৫ সালের ১৪ মার্চ রাত নুরুন্নাহারকে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় বাদী ঐ বছরের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।