বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের পূর্ব-সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করা হরিণের মাংস ও মাথা মঙ্গলবার সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।এর আগে সোমবার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওই মাথা ও মাংস উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রি করার জন্য মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান করে কোস্টগার্ড। এসময় শিকারিরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ২৫ কেজী মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করে।