মৌলভীবাজার জেলা প্রতিনিধি॥
মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজারের চৌমুহনীস্থ স্কাইপার্ক আবাসিক হোটেল থেকে এক খদ্দের ও এক পতিতাকে আটক করা হয়েছে। রোববার (৮ এপ্রিল) ভোরে এসআই মোঃ দেলওয়ার হোসেন এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল বাজারের চৌমুহনীস্থ স্কাইপার্ক আবাসিক হোটেল থেকে তাদেরকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১ জন খদ্দের ও ১ পতিতাকে আটক করা হয়। আটককৃত খদ্দের(১) সোহেল আহম্মদ (২৭) সিলেটের পায়রা ১৩ নং ওয়াডের বাসিন্দা শহিদ মিয়ার ছেলে অন্যদিকে নরসিংদী জেলার বেরিরপাড়(দক্ষিণ কান্দা গ্রামের মজিবুর রহমানের মেয়ে ফাতেমা বেগম (২৫)। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।