উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে সাতটি হাটের সরকারি দরপত্র ইজারা হয়নি। বাংলা ১৪২৫ সনের জন্য ইজারা নিতে আগ্রহী কেউ দরপত্র সংগ্রহ (ক্রয়) ও জমা করেনি। এ হাট গুলো হলো-কয়ড়া পশুর হাট, উনুখা, বিনায়েকপুর, রাজমান, চৌবিলা, উধুনিয়া ও এলংজানী হাট। স্থানীয় উপজেলা প্রশাসন থেকে হাটগুলো খাজনা আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়। বাংলা ১৪২৫ সালের এক বছরের জন্য উল্লাপাড়ার মোট ২৫টি হাটের বাৎসরিক ইজারায় যথা সময়ে দরপত্র আহবান করা হয়। গত ১৯ মার্চ দরপত্র দাখিলের শেষ দিন নির্ধারন ছিল। এর মধ্যে তিন দফাতেও হাট সাতটির বাৎসরিক ইজারা নিতে আগ্রহী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কেউ দরপত্র সংগ্রহ করেননি। এ কারণে কোন দরপত্র জমা হয়নি। এর মধ্যে সবচেয়ে বড় হাট হলো কয়ড়া পশু হাট। প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ইজারা মূল্য ধরে স্থানীয় প্রশাসন থেকে জোরালো চেষ্টা চালানো হচ্ছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, এ হাট সাতটি থেকে খাস আদায়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।