• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে এক নারী স্কুল শিক্ষক॥আবার পোষ্ট অফিসের ইডিএ

আপডেটঃ : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে একজন নারী একাই  দুটি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেখিয়ে সরকারী বেতন ভাতা উত্তোলন অব্যহত রেখেছেন। গোটা চিতলমারী জুড়ে এই বিষয়টি ব্যাপক আড়োলন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরে জমিনে গিয়ে খোজ-খবর নিয়ে জানা গেছে, চিতলমারী উপজেলার বাবুগঞ্জ বাজার শাখা পোষ্ঠ অফিসের ইডিএ পদে কর্মরত অপর্ণনা রানী দাস(৩৭) একই সাথে তিনি  পার্শবর্তী পিরোজপুর জেলার নাজির পুরের মাহামুদকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। এভাবে তিনি দুটি সরকারী প্রতিষ্ঠানে চাকরী করে প্রায় ১২ বছর ধরে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে সুনিদৃষ্টভাবে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, অপর্ণার বাবা অনন্ত বানিয়া বাবুগঞ্জ বাজার শাখা পোষ্ট অফিসে ওই পদে কর্মরত ছিলো। তিনি প্রায় ১২ বছর আগে দায়ীত্ব ছেড়ে ভারতে চলে যান,সেই থেকে অপর্ণা রানী দাস ইডিএ হিসাবে ওই শাখায় কাজ করে আসছে পাশা পাশি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহমুদকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।চিতলমারী বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ অপর্ণা রাণী দাস একই সাথে মাহমুদকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন বলে স্বীকার করেন। চিতলমারী উপজেলা পোষ্টমাষ্টার চিত্তরঞ্জন জানান অপর্ণা বাবুগঞ্জ বাজার শাখা পোষ্ট অফিসের  ইডিএ এবং নাজিরপুর মাহামুদকান্দা প্রাথমিক বিধ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত আছে। দু,জায়গা থেকেইে সে বেতন-ভাতা উত্তোলন করছে। এটা বিধি বর্হিরভূত কিনা সে বিষয়ে ওই পোষ্টমাষ্টার কোন মন্তব্য করতে চাননি। বাগেরহাট জেলা পোষ্ট অফিসের  ইন্সপেক্টর বাবুল আক্তার বলেন,অপর্ণা রাণী একা দুই প্রতিষ্ঠানে চাকরী করে এটা জেলা পোষ্ট অফিসের জানা নেই। তবে-এ বিষয়টি খতিয়ে দেখা হবে। একই ব্যাক্তি  দুই প্রতিষ্টানে সরকারী চাকুরী করার কোন বিধান নেই। যদি এমন হয় তবে অপর্ণার অচিরেই  যে কোন একটা পদ ছাড়তে হবে বলে জানান পোষ্ট অফিসের ওই কর্মকর্ত॥##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ