• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বিদ্যালয় সুরক্ষা পরিকল্পনা প্রনয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
গত রবিবার সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এসএমসির সদস্যদের সমন্বয়ে বিদ্যালয় সুরক্ষা পরিকল্পনা প্রনয়নের জন্য ২ দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সেভ দ্য চিলড্রেনের কারিগরী সহযোগীতায় মানব মুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “ ঈযরষফ ঈবহঃৎবফ ঈষরসধঃব ঈযধহমব অফধঢ়ঃধঃরড়হ চৎড়লবপঃ” (শিশুকেন্দ্রীক জলবায়ু অভিযোজন প্রকল্প) প্রকল্পের সহযোগিতায় কাশফুল শিশু ও যুব ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ।  প্রশিক্ষণ কর্মশালায় শাহজাদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আ: কাদের বিশ^াস, মো: জুয়েল আলম (সভাপতি, চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয় এসএমসি), মো: আবু বকর সিদ্দিক (প্রধান শিক্ষক, চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয়) সহ নির্বাচিত প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শিশুকেন্দ্রীক জলবায়ু অভিযোজন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: খাইরুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জলবায়ু পরিবর্তন অভিযোজনে বিদ্যালয় ও কমিউনিটি কেন্দ্রীক শিশু, যুবক তথা সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণে বিদ্যালয় সুরক্ষা পরিকল্পনা প্রনয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করায় মানব মুক্তি সংস্থা ্এবং সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বিদ্যালয় সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।  চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহনে উৎসাহ প্রদানের পাশাপাশি বিদ্যালয়ের ঝুঁকি, আপদ ও সক্ষমতা চিহ্নিত করে প্রশিক্ষণ পরবর্তী সময়ে বিদ্যালয়ের একটি বাস্তবসম্মত ও কার্যকরী সুরক্ষা পরিকল্পনা প্রনয়নের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ