ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ লাইন স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক কৃষক নিহত ও অপর ১জন আহত হয়েছেন। আহত মুক্তার হোসেনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার(৯এপ্রিল) সকাল সোয়া ৯টায় বরাইদ গ্রামের বাসিন্দা কাশেম আলীর ছেলে খোকন মিয়া (৪০) গরুর ঘাস কাটতে যায়। এ সময় পল্লী চিকিৎসক রমজান আলী বাড়ির পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনস্থলেই নিহত হন। খোকনকে উদ্ধার করতে গিয়ে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৫৫)আহত হন। পল্লী চিকিৎসক রমজান আলী বরাইদ জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম বরাইদ মাদ্রাসা থেকে নিজ বাড়িতে একটি পার্শ¦ লাইন নিয়ে ছিলেন। আহত মুক্তার হোসেনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ও আহত হওয়ার ঘটনাটি নিশ্চত করেছেন মেদুয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম।