তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে নিয়োগ বাণিজ্যর সংবাদ প্রকাশের জের ধরে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এক সাংবাদিককে শারীরিক নির্যাতন ও হত্যার চেস্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানায় সাংবাদিক মোহাম্মদ লিংকন বাদি হয়ে তিন জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন। কিšত্ত পুলিশ রহস্যজনক কারণে এখানো সাংবাদিক লিংকনের অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেনি। ফলে আসামিরা আরো বে-পরোয়া হয়ে এবার লিংকনের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে লিংকন অভিযোগ করেছে। অপরদিকে সাংবাদিককে হত্যা চেস্টার খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আর নির্যাতনের শিকার সাংবাদিক এঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে স্বরাস্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছেন।
অভিযোগে প্রকাশ, রাজশাহীর তানোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের সীমান্ত সংলগ্ন খড়িবাড়ী পিয়ার সর্দার উচ্চ বিদ্যালয়ে ১০ লাখ টাকা ঘুষ নিয়ে একজন অফিস সহকারী নিয়োগ করা হয় বলে ১লা এপ্রিল রবিবার জাতীয় দৈনিক সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত সংবাদ প্রকাশের জের ধরে পরের দিন সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক তার দু’সহকর্মী জাহাঙ্গীর হোসেন ও আসাদুল্লাহকে নিয়ে সন্ত্রাসী কায়দায় দৈনিক সংবাদ পত্রিকার তানোর (রাজশাহী) প্রতিনিধি মোহাম্মদ লিংকনকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুল ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন ও হত্যার চেস্টা করে। এ সময় সাংবাদিক লিংকনের চিৎকারে স্থানীয়রা এসে বিধস্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এব্যাপারে খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সঠিক নয় তাদের মধ্যে মাত্র ভূল বোঝাবুঝি হয়েছে। এব্যাপারে সাংবাদিক মোহাম্মদ লিংকন বলেন, প্রধান শিক্ষক শুধু নিয়োগ বাণিজ্য করেছে তা নয় তিনি সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন সরকারি খাস জমি জবরদখল ও প্লট আকারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধূরী জুবায়ের বলেন, অভিযোগ তদন্ততাধীন রয়েছে।