• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযান নারীসহ ১৬জন গ্রেপ্তার,হিরোইন উদ্ধার

আপডেটঃ : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ১২ ঘন্টা বিশেষ অভিযান চালিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযান চালিয়ে এক নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা ৬টি মাদক মামলা এবং অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি,র নির্দেশে গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদের সুপার ভিশনে গত রোববার রাতে কালিয়াকৈর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। মাদক বিরোধী, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাদ দমনের নিমিত্তে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ওইদিন রাতে ১২ ঘন্টার অভিযানে এক নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত নারী সুমা আক্তারের কাছ থেকে ৪০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলম আলী ওরফে আদম, শাহীন মিয়া, মারুফ হোসেন, এমারত হোসেন, কবির হোসেন, আব্দুল হান্নান, তাজিমুল ইসলাম, জহির উদ্দিন, জয়নাল আবেদীন, শাহীন সরকার, চঞ্চল হোসেন, জাকির হোসেন, আমির হোসেন ও সুমা আক্তারের নাম জানা গেছে। তাদের সকলের বয়স আনুমানিক ২৩ থেকে ৪৫ বছর। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কালিয়াকৈর উপজেলা বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ৬টি মাদক মামলায় ওই নারীসহ ৮ জন এবং অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাদ দমনের নিমিত্তে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ