লালমনিরহাট প্রতিনিধি॥
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে সামনে রেখে সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা অক্ষুন্ন রাখার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা ও সদর উপজেলার আয়োজনে জেলার মিশন মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাবেক জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ইউনিট কমান্ডার আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের আহবায়ক নবেজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা অক্ষুন্ন রাখার দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাবৃন্দ।