• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

বিদ্যুৎস্পর্শে এক জনের মৃত্যু॥পরিবারের মাঝে শোকের মাতম

আপডেটঃ : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পশে হয়ে হৃদয় মনিদাস (১৫) নামে এক কামারের মৃত্যু খবর পাওয়া গেছে। পরে গ্রাম্য সালিশে বসে ২লক্ষ ৭৫হাজার টাকায় সমাধান করেছে বলে জানা গেছে। আজ রবিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের রাবরাবন গ্রামের মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মনিদাসের বাড়ী ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রাবরাবন গ্রামের পান্ডব মনিদাসের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় একই গ্রামের হাসনারিশির ছেলে কর্ণধর রিশি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিদ্যুৎ নিয়ে তার দোকানে ব্যাবহার করে আসিতেছে। দীর্ঘদিন অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যাবহার করার ফলে বিদ্যুৎতের তার নরম হয়ে বাতাসে ছিড়ে রাস্তায় পরে থাকে। এই সময় হৃদয় মন্দিও থেকে পুজা সেরে বাড়ীতে যাওয়ার পথে রাস্তায় পরে থাকা তারের সাথে জড়িয়ে পড়ে ঐ খানে তার মৃত্যু হয়। পরে  এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার পথে হৃদয়ের মরণ দেহ দেখে আশে পাশের লোক জনকে খবর দেয়।পরে আশে পাশের লোকজন এসে মরণ দেহটি হৃদয়ের বাড়ীতে নিয়ে যায়। এর পর গ্রামের লোকজনকে ডেকে মিমাংসা জন্য শান্তি মনিদাস মাতাব্বরের বাড়ীতে বসে মাতাব্বরেরা ২লক্ষ ৭৫ হাজার টাকা মাধ্যমে সমাধনের সিদ্ধান নেয়। মাতাব্বদের কথায় একমত হয়ে কর্ণধর রিশি সেটাকে মেনে নিয়ে টাকা মাতাব্বদের হাতে দিয়ে দেয়। পরে শান্তি মাতাব্বর সেই টাকা হৃদয়ের বাবা পান্ডব মনিদাসকে ২লক্ষ টাকা ক্ষতিপুরণ হিসাবে দিয়ে দেয়। বাকি ৭৫হাজার টাকার মধ্যে ৫০হাজার টাকা কাওয়ালীপাড়া পুলিশ  ফাঁড়ীকে দেওয়ার কথা বলে এবং বাকি ২৫ হাজার টাকা গ্রামের উন্নয়নের কথা বলে মাতাব্বদের কাছে রেখে দেয়।
এই ব্যাপারে ঐ গ্রামের মাতাব্বর শান্তি মনিদাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই ব্যাপারে আমি কিছু জানিনা। এবং তিনি আর বলেন তারা নিজেরা বসে মিমাংসা করেছে বলে শুনেছি।
্এই ব্যাপারে কর্ণধর রিশি জানান আমার বাড়ী থেকে সাইড লাইন নিয়ে দোকানে ব্যাবহার করি।তবে আজ সকালে আমি জানলাম যে মন্দিদের সামনে আমার তার ছিড়ে  হৃদয়ের মৃত্যু হয়েছে । সেই কারনে গ্রামের লোকজন বসে আমার কাছ থেকে ক্ষতিপুরণ হিসাবে ২লক্ষ ৭৫হাজার টাকা নিয়েছে।
এই ব্যাপারে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দের (এস আই)মাঃ মহসিন জানান যে রাবরাবন গ্রামে বিদ্যুৎস্পর্শে মানুষ মারা গেছে সেই খবর আমার জানতাম না। পরে সাংবাদিক বলার পর আমি জেনেছি। সাথে সাথে সেখানে গিয়ে দেখি মরণদেহটি দাহ করার জন্য ইতি মধ্যে শসানে নিয়ে গেছে।তবে অবৈধ বিদ্যুৎ লাইনে হৃদয়ের মৃত্যু হয়েছে সেটা সত্য। তবে আমারা কোন টাকা পয়সা নেয়নি, এই কথা সম্পর্ণ মিথ্যা।এই ব্যাপারে আমি ওসি সারকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ