• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে সম্পূর্ণ বিয়ে সথে হানিমুন ফ্রি কক্সবাজারে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার

বাড়ির জায়গার মাপ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে॥গুলি ও ভাঙচুর॥আহত ৫ অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেটঃ : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥-
ঢাকার ধামরাইয়ে বাড়ীর জায়গার মাপ নিয়ে গ্রাম্যসালিশে দুই গ্রুপে সংঘর্ষে ফাঁকা গুলি ও বাড়ী ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ,গুলি ও বাড়ী ভাঙচুরের করেছে। এই সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নেওয়া হলে এদের মধ্যে আশস্কাজনক এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বাকিদের ধামরাই হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৬ঘটিকার সময় ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের বাড়ীতে এই দু-র্ঘটনাটি ঘটে।
এদের মধ্যে আহতরা হলেন, মোঃ আব্দুল মান্নান (৫৫), মোঃ মোতালেব হোসেন (৪৮),মোঃ আব্দুল হামিদ(৩৪), মোসাঃ মালেকা বেগম(৪৫),মোসাঃ রৌশন বেগম (২৫), এর মধ্যে মোঃ আব্দুল মান্নান আশস্কাজনক হওয়াই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায় চেযারম্যান ও তার চাচাদের মধ্যে বসতবাড়ীর জায়গাজমি নিয়ে মাপঝোঁকের জন্য চেয়ারম্যানের বাড়ীতে বিচার বসে। এই সময় এলাকার মাতাব্বরেরা বিষয়টি নিয়ে আলোচনা করে আমিনদের মাধ্যমে জায়গা মাপা মাপি হয়। এক পর্যায় মাপা মাপি শেষ করে খাওয়া দাওয়া করে সীমানা নিধারণ করে তিনশত টাকার স্টামে লিখে  উভয় পক্ষের স্বাক্ষর নেওয়ার জন্য মজলিসের মাতাব্বদের বলা হয়। এই সময় উভয় পক্ষ স্বাক্ষর করা হলে চেযারম্যানের চাচা মোঃ আব্দুল মান্নানের আসতে দেরি হলে চেয়ারম্যান পক্ষের একজন লোক তার ঘারধরে আনতে বলে,তখন আব্দুল মান্নানের ছেলে বলে আপনি এটা কেমন কথা বলেন আমার বাবা বয়সক লোক আসতে একটু দেরি হতে পারে তার জন্য আমরা তো বলতেছি আসতে। পরে আব্দুল মান্নান এসে স্টামে স্বাক্ষর করে চলে যায়। এর পর এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটি হলে চেয়ারশ্যানের পক্ষে লোক মোঃ নুরুমিয়া দৌড়িয়ে গিয়ে মোঃ আব্দুল হামিদকে সার্টের কলার ধরে হেছরিয়ে মাটিতে ফেলে দেয়। এর পর উভয় পক্ষের লোক এগিয়ে আসলে চেয়ারম্যান সোহরাব বলে এই কে কোথায় আছত আমার বন্ধুক নিয়ে আয় আমি ওদের মেরে ফেলব।এই দিকে চেয়ারম্যানের লোকজন লাঠি সোটা ও ছ্যান,চাপাতি,অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছাড়তে থাকলে এলাকার লোকজন জড় হয়ে চেয়ারম্যানের লোকজনকে মারতে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এলাকাবাসির সহয়োগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।এবং সেখানে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এই ব্যাপারে ধামরাই থানার আফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক দিপু জানান,উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে। এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ