ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষন চেষ্ঠার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্কুলের শিক্ষার্থীরা।
উপজেলার হবিরবাড়ী আমতলী গফুর মৌলভীর মাজার এলাকায় বোনের বাড়ীতে থাকা (…..) (১১) প্রকৃতির ডাকে বাইরে গেলে (১৭এপ্রিল) মঙ্গলবার রাতে একই এলাকার মাইন উদ্দীনের ছেলে বেলী ইর্য়াণ ডাইংয়ে মিলের ফিনিশিং সেকশনের শ্রমিক কাইয়ূম জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় ধর্ষনে ব্যার্থ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঁচড়িয়ে ক্ষত বিক্ষত করে। অভিযোগকারী(…) বিরুনিয়া গ্রামের মৃত শওকত আলীর কন্যা । এ ব্যাপারে ১৮ এপ্রিল ওই ছাত্রীকে নিয়ে হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদের কাছে বিচার প্রার্থী হলে তিনি বিষয়টি জেনে পুলিশকে অবগত করেন। পুলিশ অভিযুক্ত কাইয়ূমকে আটকের জন্য স্থানীয় বেলী ইর্য়াণ ডাইং মিলে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি।
এলাকাবাসী ও মেয়ের স্বজনদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ অভিযুক্তকের পালিয়ে যেতে সুযোগ করে দেয়। এ ব্যাপারে কারখানার ফ্যাক্টরি ম্যানেজার ইউনুস আলী বলেন বিষয়টি অবগত ছিলাম না তাই ছেলেটি পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার ফিনিশিং সেকশনের ইনচার্জ শাহীনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
এ ঘটনার বিচার দাবী করে হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার(১৮এপ্রিল) দুপুরে ঢাকা ময়মনসিংহ সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু প্রশাসনের সাথে কথা বলে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।