রংপুর প্রতিনিধি॥
রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) সরকারী শিশু পরিবার (বালক) আবাসিক এলাকায় বুধবার নালা ড্রেন সমুহে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ, রসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র সামসুল হক, কাউন্সিলর সেকেন্দার আলী, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দীন, কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা,কাউন্সিলর মাহবুব মোর্শেদ, প্রমুখ ।
উল্লেখ্য চিকনগুনিয়া ডেঙ্গুঁ প্রতিরোধে নগরীর আবাসিক এলাকার নালা ড্রেন সমুহে মশক নিধন কার্যক্রম মাস ব্যাপী রসিক পুরনো ১৫টি ওর্য়াড এই কার্যক্রমের এর আওতায় থাকবে।