চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের পর একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা হক, সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। পুস্পার্ঘ অর্পণ করা হয় জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়।