চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ‘শেখ হাসিনা’ সেতু পার্শ্ববর্তী স্থানে পর্যটন প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ ও সীমানা বেড়া নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে জেলার মানুষের বিনোদনের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই পর্যটন প্রকল্পে সীমানা বেড়া নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতু ‘শেখ হাসিনা’ সেতু পার্শ্ববর্তী স্থানে প্রথমে ৩০ কোটি এবং পর্যায়ক্রমে প্রায় ১’শ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০ একর জমির উপর চাঁপাইনবাবগঞ্জ পর্যটন এলাকা গড়ে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।