• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

৪৮ ঘন্টার মধ্যে রংপুরের জনসেবা ক্লিনিকসহ সব অবৈধ ক্লিনিক বন্ধের আল্টিমেটাম

আপডেটঃ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

রংপুর অফিস॥
আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর নগরীর জনসেবা ক্লিনিকসহ সকল রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার বন্ধ ঘোষনার আল্টিমেটাম দিয়েছে রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদ। গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে সাংবাদিকরা এ আল্টিমেটাম দেন। রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদের আহবায়ক এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, বৈশাখী টিভির প্রতিনিধি আফতাব হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম পিয়াল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সময় টিভির স্টাফ রিপোর্টার মানিক সরকার মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবুল নাগ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য আসাদুজ্জামান আফজাল, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশ নেন, প্র্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, রংপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রশিদ বাবু, মাছরাঙ্গা টিভির সিনিয়র রিপোর্টার রফিক সরকার, সমকাল ও দীপ্ত টিভি’র স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন, ডিবিসি’র স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, এশিয়ান টিভির প্রতিনিধি বাদশাহ ওসমানী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, চ্যানেল নাইনের প্রতিনিধি রফিকুল ইসলাম, এসএ টিভির রেজাউল ইসলাম বাবু, মোহনা টিভির প্রতিনিধি শফিক আহমেদ, করতোয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, করতোয়া ও গণআলোর হুমায়ুন কবির মানিক, নয়া দিগন্ত অফিস প্রধান সরকার মাজহারুল মান্নান,প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো চীফ আব্দুর রহমান রাসেল,ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আফতাবুজ্জামান হিরু,বায়ান্ন’র আলো’র ফটোসাংবাদিক রেজাউল করিম জীবন, হারুন-অর-রশিদ,শরিফা বানু, কালের কন্ঠের ফটো সাংবাদিক আদর রহমান, সময় টিভির ক্যামেরাপার্সন শাকিল মাহমুদ, মাছরাঙ্গা টিভি’র ক্যামেরাপার্সন ফরহাদ হোসেন, যুগান্তর’র ফটো সাংবাদিক উদয় বর্মন, এনটিভির ক্যামেরাপার্সন আসাদুজ্জামান আরমান, আনন্দ টিভির ক্যামেরাপার্সন জেলিড হাসান, প্রথম খবর ফটো সাংবাদিক মেহবাহুল হিমেল, একুশে টিভির ক্যামেরাপার্সন আলী হায়দার রনি, ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, কোষাধ্যক্ষ শরীফ হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মেহেদী হাসান মীম, সদস্য রাকিব হাছান লিখন, এসএম উমার-আল-ফারুক, নুর আলম, ওয়াহেদ প্রমুখ।
মানববন্ধন – সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদনহীন নগরীর প্রাণকেন্দ্রে জনসেবা ক্লিনিক দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছে। সন্ত্রাসী-দালাল পুষে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করছে। পেশাগত দায়িত্ব পালনকালে গত মঙ্গলবার রাতে ক্লিনিক কর্তৃপক্ষের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন একেএম সুমন মিয়ার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশে একই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধাদানের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ না করলে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের বাধাহীন প্রবেশ নিশ্চিত না করলে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সকল ইতিবাচক সংবাদ পরিবেশনের থেকে বিরত থাকবে। এদিকে রংপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার ব্যাপারে পুলিশ বিভাগ প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং সাক্ষাতকার দিয়ে সহায়তা না করায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে সংবাদ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের তথ্য প্রদানে পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবী জানান সাংবাদিকরা। তা না হলে বিষয়টি স্বল্প সময়ের মধ্যে স্মারকলিপির মাধ্যমে পুলিশের মহাপরিদর্শককে অবহিত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধন সমাবেশ কর্মসূচী সঞ্চালনা করেন, ভিডিও জানালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল  হক সুমন। এতে একাত্বতা প্রকাশ করে মহানগর আওয়ামী লীগ ও সাংবাদিক কম্পিউটার এ্যাসোসিয়েশন।
এদিকে মানববন্ধন সমাবেশ কর্মসূচী চলাকালে বাধাদানের সময় জনসেবা ক্লিনিক কর্তৃপক্ষের পাঠানো এক সন্ত্রাসীকে সাংবাদিকরা আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ