• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

ট্রাকের চাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে কর্মকর্তা নিহত

আপডেটঃ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় ট্রাকের চাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো.মনিরুল ইসলাম নিহত হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান,শুক্রবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জ যাচ্ছিলেন মনিরুল ইসলাম। রানিহাটি এলাকায় পৌঁছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মোঃ হাবিবুল ইসলাম জানান,সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক ও তার সহকারিকে ধরতে অভিযান চলছে। নিহত মনিরুল ইসলাম রাজশাহীর টিকাপাড়ার বাসিন্দা।তার পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ