রংপুর অফিস॥
রংপুরের হারাগাছ পৌরসভার সারাই বিদ্যাপাড়া এলাকা থেকে ১০৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে সোমবার সকালে আটক করেছে একদল ডিবি।
ডিবির এসআই মিলন মিয়া জানান, রংপুরের পুলিশ সুপারের নির্দেশে ও ডিবি (দক্ষিণ) ওসি মনোজ কুমার রায়ের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বিদ্যাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।