ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
‘আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আবার জমবে মেলা বটতলা হাট খোলা’ ইত্যাদি বিখ্যাত গানের গীতিকার, সুরকার ও প্রখ্যাত সংগীত শিল্পী লোকমান হোসেন ফকিরের ২৭ তম মৃত্যু বার্ষিকী ২৩ এপ্রিল সোমবার তাঁর নিজ উপজেলা টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিষ্ঠিত লোকমান হোসেন ফকির মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। কলেজ কতৃপক্ষের আয়োজনে ক্লাশ রুমের তৃতীয় তলায় দায়সারা ভাবে পালন করে গুনি এই ব্যক্তির মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনায় সভাপতিত করেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী মিয়া, উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন,অধ্যাপক আব্দুল লতিফ সরকারসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই নগন্য।