ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব বই দিসব উপলক্ষে ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করে। এ উপলক্ষে বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেয়ালিকা প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বিশ্ব সহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার এম এম নাসিম উদ্দীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম মিয়া প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।