উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বসতবাড়ীতে বিদ্যুৎ সংযোগ পেতে টাকা দিতে অস্বীকার ও প্রতিবাদকারী মারপিট হামলায় আহত আব্দুস সামাদ প্রামানিক অবশেষে মারা গেছে। আজ মঙ্গলবার এ নিয়ে উল্লাপাড়া থানায় হেমন্তবাড়ী গ্রামের ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার হেমন্তবাড়ী গ্রামে প্রায় ৮০ বছর বয়সী আব্দুস সামাদ প্রামানিক টানা এগারো দিন বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল ২৩ এপ্রিল সকাল ১০ টার দিকে মারা গেছে। বগুড়া সদর থানা পুলিশ তার মরদেহের ময়না তদন্ত করেছে বলে জানা যায়।
উল্লাপাড়া থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, হেমন্তবাড়ী গ্রামের আব্দুস সামাদ প্রামানিক নিজ বসতবাড়ীতে বিদ্যুৎ সংযোগ পেতে স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতিতে লিখিত আবেদন করেন।এ আবেদনের পর একই গ্রামের আজম প্রামানিকের ছেলে মোঃ মগরব আলী বিদ্যুৎ সংযোগ পেতে হলে পল্লীবিদ্যুৎ সমিতিতে টাকা দিতে হবে জানিয়ে আব্দুস সামাদ প্রামানিকের কাছে মোটা অংকের টাকা দাবি করে। এ অভিযোগে মগরব আলী পল্লীবিদ্যুৎ সমিতির দালালী করে বলে লেখে আছে। এদিকে আব্দুস সামাদ প্রামানিক এ টাকা দিতে অস্বীকার ও প্রতিবাদ করে। এ নিয়ে স্থানীয় ভাবে একটি আপোষ মিমাংসা হয় বলে জানানো হয়। এরপর গত ১৩ এপ্রিল রাত আটটার দিকে আব্দুস সামাদ প্রামানিক নিজ বাড়িতে এশার নামাজ আদায় কালে মগরব আলীর নেতৃত্বে বেশ ক’জন তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট করে র্গুত্বর আহত করে। আহত আব্দুস সামাদ প্রামানিককে চিকিৎসায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। গতকাল সোমবার ময়না তদন্তের পর আব্দুস সামাদকে স্থানীয় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।