রংপুর অফিস॥
মহানগরীর কুড়িগ্রাম-রংপুর সড়কের তাজহাট এলাকায় শ্যামলী ক্লাসিক পরিবহনে তল্লাশী কালে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৯৮ বোতল ফেন্সিডিল দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির অভিযানিক দল। সোমবার রাত ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর থানার চাপাদহ গ্রামের মৃতু: শাহজাহান ব্যাপারীর ছেলে আব্দুল মালেক ব্যাপারী (৪৭) ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে হ্্রদয় হোসেন (২০)। মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, সোমবার রাতে রাত্রিকালীন ডিউটি পালন কালে গোপন সংবাদে জানতে পারি শ্যামলী ক্লাসিক বিসনেস পরিবহনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা হতে দুইজন মাদক ব্যবসায়ী মাদক বহন করে ঢাকার উদ্দেশে যাচ্ছে। তারপরেই রংপুর মহানগরীর তাজহাট এলাকায় অবস্থান নিয়ে ওই পরিবহনটি থামিয়ে তল্লাশী করে অভিনব কায়দায় কোড ফাইলের ভিতর থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে দুইজনকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। এর মধ্যে আব্দুল মালেক ব্যাপারীর নামে গাজীপুর ও কালিয়াকৈর থানায একাধিক মামলা রয়েছে। যা বর্তমানে আদালতে বিচারধীন। মাদকদ্রব্য আইন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।