• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

যানজট নিরসনে মতবিনিময় সভা

আপডেটঃ : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীতে যানজট নিরসন  ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গতকাল মঙ্গলবার সকালে  রসিকের সভা কক্ষে উক্ত মত বিনিময় সভায় রংপুর সিটি কর্পোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রসিকের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বাগত বক্তব্য রাখেন ,কাউন্সিলর সেকেন্দার আলী, রংপুর ট্রাফিক পুলিশের শহর ও যানবাহনের পুলিশ পরিদর্শক ফিরোজ মাহমুদ,নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আকবর আলী,সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মাসুম মিয়া,সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাভেদ হোসেন জুয়েল, সাধারন সম্পাদক রশিদুজ্জামান বুলবুল,ব্যাটারি চালিত অটো রিকসা মালিক সমবায় সমিতির সভাপতি মহিউল আহম্মেদ মহি, রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডট্রির পরিচালক পার্থ বোস,হোটেল ও রেস্তরা মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ ।
মেয়র তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাসে নগরীতে যানজট নিরসনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সিটি পুলিশ ও যানজট নিরসনে একসাথে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ