• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে সম্পূর্ণ বিয়ে সথে হানিমুন ফ্রি কক্সবাজারে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুর আহত ৫

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে(গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান এলাকায়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির নামের জনৈক একব্যাক্তির বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রসহ দেড়শতাধিক বাশের লাঠি ও ৪২টি রামদা নিয়ে সন্ত্রাসিদের হামলায় ৫মহিলা আহত হন। আহতরা হলেন মোঃ শাহনাজ বেগম (৩০) মোসাঃ শহরবানু (৩৫),স্কুল ছাত্রী মোসাঃ মিম আক্তার(১৪),মোসাঃ জায়দা বেগম(৬০),মোসাঃ জোবেদা বেগম (৪৫)। আহতদেও উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
বাড়ির মালিক মোঃ জাকির হোসেন জানায় একই গ্রামের মোঃ রহমআলীর ছেলে স্বাস্থ্যসহকারী মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে মোহর আলী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শতাধিক স্বস্ত্র সস্ত্রাসী নিয়ে মঙ্গলবার তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে  বাড়িঘর ভাংচুরসহ ৫ভরি স্বর্ন ও দেড় লক্ষ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় । পরে তারা ঘরের একটি সুকেচ,আলমিরা, সুফাসেট,ডেসিং টেবিল বাচ্চাদের খেলনাসহ নানা আসবাবপত্র তছনছ করে দেয়। এসময় জাকিরের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী মিম তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারপিটসহ জোড়পুরর্বক ধরে নিয়ে আটকিয়ে রাখে। মঙ্গলবার ওই ছাত্রীর স্কুলে পরীক্ষা ছিল। সস্ত্রাসীরা তাকে আটকিয়ে রাখায় সে ওই দিন তার পরীক্ষা দিতে পারেনি। এসময় বাড়িতে থাকা অন্যান্য মহিলারা তাদে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও মারপিট করে  ।
বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্রিত হয়ে  তাদের বাধা প্রদানসহ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা লাঠিসোঠা ফেলে সন্ত্রাসীদের সাথে আনা কয়েকটি পিকআপে উঠে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পবন সিকদার জানায় সকাল পৌনে ৯টার দিকে কয়েকটি পিকআপে করে প্রায় দেড় শতাধিক লোকা বাশের লাঠি লোহার রড,সাবল, ৪২টি রাম-দা,পিস্তলসহ জাকিরের বাড়িতে হামলা চালায়। বিষয়টি দেখার জন্য তিনি এগিয়ে গেলে স্বস্ত্র সন্ত্রাসিরা তাকেও মারপিট করার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী দোকান মালিক সাদেক মিয়া জানায়  সিএস ,এসএ রেকর্ড জাকিরের বাবার নামের ৬০শতাংশ জমি রয়েছে । ওই জমির ৩০শতাংশ রহম আলীর মায়ের নামে আরএস রেকর্ড হয়। জাকির আরএস রেকর্ড সংশোধনের জন্য গাজীপুর জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা চলমান রয়েছে।বর্তমানে আরএস রেকর্ড মুলে ওই জমি রহমআলী গং তাদের বলে দাবী করে। এনিয়ে দির্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বাড়ির পুরুষ লোকজন বাড়ি থেকে বিভিন্ন কাজে চলে গেলে শফিকুল ইসলাম তার দলবল নিয়ে বাড়িঘর ভাংচুরসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়া  রহমালীর  ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে বনবিভাগের খাস জমিতে বিভিন্ন লোকদের বাড়ি নির্মান করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছ।
এঘটনায় বাড়ির মালিক জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক মুক্তি মহামুদ জানায় বাড়িঘর ভাচুরের একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ