দাউদকান্দি প্রতিনিধি॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারী খাস জমি ভরাটের কাজ করে যাচ্ছে নিয়মনীতি তোয়াক্কা না করে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি। গত মঙ্গলবার সরে জমিন ঘুরে জানা যায়, দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর দক্ষিন বাজার নিত্যানন্দ বনিক সহ আরো মালিকানা পুকুর ১৩০/২৯০ দাগে, ১ একর ৪৪ শতক জায়গার মধ্যে ২৫ শতক ভূমি সরকারের ১নং খতিয়ান ভিপি সম্পত্তি অবৈধ ভাবে দখল ও ড্রেজার দিয়ে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম প্রভাব খাটিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফেরদৌস রহমান সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা মাটি ভরাটের কাজে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস রহমানের সাথে খাস জমি মাটি ভরাটের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকার থেকে একসনা লিজ নিয়েছি ২৫ শতক ভূমি সাথে মালিকানা জায়গাও আছে। স্কুল কর্তৃপক্ষ অনুমতি নিয়ে মাটি ভরাটের কাজ করছে। অপর দিকে ইউনিয়ন অফিসের কর্মকর্তা রুহুল আমিনের সাথে কথা বলে জানাযায় খাস জমিতে মাটি ভরাট হচ্ছে এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে তার প্রমান পাই। তখন স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস রহমানকে মাটি ভরাটের কাজ বন্ধ রাখার জন্য বলি এবং জিজ্ঞাসা করি মাটি ভরাটের অনুমতি কে দিয়েছে প্রধান শিক্ষক কোন উত্তর দিতে পারেনি। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা অরবৃন্দ বিশ্বাস এর সাথে কথা বলে খাস জমি ভরাটের বিষয় জানতে চাইলে তিনি বলেন, একসনা বন্ধবস্ত সরকারের খাস জমিতে কোন স্থাপনা গড়া, মাটি ভরাট করা সম্পূর্ন বেআইনি তবে বিধি মোতাবেক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।