সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
নাটোরের সিংড়ায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ২য় পর্যায়ের আওতায় ধান কাটার যন্ত্র (কম্বাইন হারভেস্টার) প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় পৌর শহরের বালুভরা মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বালুভরা মহল্লার আলহাজ্ব শামসুল হক এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস।
আরও বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ,সদস্য রাকিবুল ইসলাম,কৃষক আব্দুর রাজ্জাক খান বাচ্চু।
এসময় উপজেলা কৃষি বিভাগের অন্য কর্মকর্তা ও স্থানীয় বালুভরা গ্রামের কৃষাণ-কৃষানী উপস্থিত ছিলেন। পরে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটার উপর প্রদর্শনী করা হয়।