উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার কৃষি প্রণোদনায় ৩শ জন কৃষকের মাঝে বিনা মুল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ ধান বীজ ও সার বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শ জন কৃষকের প্রত্যেককে আউস ধান বীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও নগদ ৫শ টাকা করে দেওয়া হয়।