কুড়িগ্রাম প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে ২৬ এপ্রিল
বৃহস্পতিবার(২৬এপ্রিল) দুপুরে ডায়বেটিক হাসপাতাল মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জাহাজঘর মোড়ে সমাবেশে মিলিত হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ জেলা ছাত্রদলের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমূখ।
বক্তরা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।