উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্ল¬াপাড়ায় হেমন্তবাড়ী গ্রামে একটি হত্যা মামলার দু’আসামীর বসতবাড়ী ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। গ্রামের সাধারন অনেকেরই বত্তব্যে,বাদী পক্ষের বিক্ষুদ্ধ লোক জন এ ভাংচুর করেছে বলে জানানো হয়। আজ শনিবার দুপুরে হেমন্তবাড়ী গ্রামে সরেজমিনে গিয়ে হত্যা মামলার আসামী মগরব আলী ও হবিবর রহমানের বাড়ীতে গিয়ে বসত বাড়ী ঘর ভাংচুরের সব কিছু দেখা গেছে। তবে পুলিশ বলছে আসামীরাই তাদের বাড়ী ঘরের এ ভাংচুর করেছে।
উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী গ্রামের আব্দুস ছামাদ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল মারা গেছে। এ নিয়ে পরের দিন ২৪ এপ্রিল নিহতের ছেলে ময়েন আলী প্রামানিক বাদী হয়ে হেমন্তবাড়ী গ্রামের ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। সরেজমিনে হেমন্তবাড়ী গ্রামে গিয়ে দেখা ও জানা যায়, গ্রামের আসামী হবিবর রহমানে বসতবাড়ী চারটি ঘর গতকাল শুক্রবার সকালের দিকে বিক্ষদ্ধরা দল বেধে ভাংচুর করে। এদের হাতে ভাংচুর হওয়া বসত ঘর গুলো মুখ থুবড়ে পড়ে আছে। এছাড়া মামলার মুল আসামী মগরব আলীর সব কয়টি বসত ঘর ভাংচুর করা হয়েছে। সেখানে এখন আর কোন বসত ঘর নেই। এখন ভিটে বাড়ী শুন্য অবস্থায় রয়েছে। জানা গেছে, এদের বসত বাড়ী গুলো ভাংচুর কালে পরিবার পরিজনের কেউ বাড়ীতে ছিল না। এরা মামলার আসামী হওয়ার পর থেকেই বাড়ী ঘর ছেড়ে পালিয়ে আছে বলে জানা যায়। এ নিয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে । এ হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ তানভীর সবুজ জানান, আসামীরাই তাদের বসত বাড়ী ঘর ভাঙচুর করেছে।
গত ২৫ এপ্রিল প্রতিদিনের সংবাদ পত্রিকার শেষ পাতায় আব্দুস ছামাদ প্রামানিক নিহতের সংবাদ ছাপা হয়।