চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
নবাবগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে এক আলোচনাসভা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ দাউদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাহমুুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে রাজশাহীর প্রাক্তন চেয়ারম্যান মোঃ তানবিরুল আলম, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ড. মাযহারুল ইসলাম তরু।
পরে, প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।