ভোলা প্রতিনিধি॥
ভোলা শহরের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র মনহোরী পট্টিতে স্মরনকালের ভয়াবহ অগ্নিকা-ের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা দিলেন ভোলা সদর আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ। এসময় মন্ত্রী বলেন, ভোলায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যে কোন সময় আমি তাদের পাশে আছি এবং ভোলায় ফায়ার সার্ভিস কে উন্নত করার জন্য ঢাকায় গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বলে ব্যবস্থা করবো এবং শীঘ্রই ভোলার খালের খননের কাজ শুরু হবে এবং রমজানে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রে থাকবে বলেও জানান বানিজ্য মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকী, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, অতিরিক্ত জেলা প্রশাসক মৃর্ধা মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.হাবিবুর রহমান, আহবায়ক এম.এ তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, উপজেলা সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।