চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর সিসিডিবি মোড়ে জলি মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে ‘মা ও শিশু কল্যান সংস্থা’র পরিচালিত প্রতিষ্ঠান জলি মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান। উপস্থিত ছিলেন প্রফেসর সুলতানা রাজিয়া, সিভিল সার্জন ডাঃ খায়রুল ইসলাম আতাতুর্ক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মা ও শিশু কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ‘মা ও শিশু কল্যান সংস্থা আয়োজিত বার্ষিক সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমাবেশে ৫ শতাধিক আওয়ামীলীগের মহিলা ও পুরুষ কর্মীরা এবং সাধারণ মানুষ অংশ নেয়। সমাবেশে প্রধান অতিথি বর্তমান সরকারের স্বাস্থ্য সেবায় নেয়া বিভিন্ন পদক্ষেপসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামীলীগকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।