• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

টাঙ্গাইলে জমে উঠেছে ফুটপাতের দোকান

আপডেটঃ : বুধবার, ৬ জুন, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি: রমজানের ২০ দিন যেতে না যেতেই জমে উঠেছে টাঙ্গাইল শহরের ফুটপাতের দোকান ও ১২টি উপজেলার ফুটপাতের দোকান । দোকানগুলোর সামনে গ্রাম পল্লী থেকে আশা ক্রেতাদের ভীর। ক্রেতাদের সম্মান প্রদর্শন করে আপু, খালা ,চাচী বলে দোকানে সাজিয়ে রাখা কাপড় দেখাচ্ছেন তারা। আর ক্রেতারা কিনে নিচ্ছেন তাদের পছন্দের কাপড়।

সরোজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানে দল বেধে ক্রয় করতে আসা মানুষের উপচে পড়া ভীড়। রাস্তার পাশে দোকান গুলোতে ঈদের কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়ছে মানুষ। ছোট, বড়, ধনী, গরিব বিভিন্ন শ্রেণীর মানুষের ভীর দেখা গেছে ফুটপাতের দোকান গুলোতে। দোকানের সামনে ঝুলিয়ে রাখা কাপড়গুলাও শোভা পাচ্ছে বাগানে ফুল ধরার মতো । মাসের শেষে বেতন পেয়ে কিংবা ধানের আবাদ শেষ করা মানুষের পড়ে গেছে ঈদ আনন্দে কাপড় কেনা কাটার ধুম। রাস্তার পাশে সাজিয়ে রাখা কাপড়ের দোকানে ক্রেতাদের কেনা কাটায় রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। গাড়ী, ভ্যান, রিকশা চলাচলেও বিগ্ন ঘটেছে সাধারণ মানুষের। শাড়ি, গজ কাপড়, সেলোয়ার, ওড়না বিভিন্ন ধরনের কাপড় কেনা কাটা করছে । ক্রেতাদের মধ্যে অধিকাংশই মহিলা ক্রেতার ভীর লক্ষ্যে করা গেছে । আলাপ চারিতায় দোকানদার ভান্ডারি শাহাদাত জানান, মার্কেটে জিনিস পত্রের দাম বেশি নেয় কারণ তাদের পজিশন সিকিউরিটি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বিভিন্ন কারণে দাম বেশি তাই ধনী গরিব প্রায় মানুষই এখন ফুটপাতের দোকানে কেনা কাটা করে । নাম প্রকাশে অন ইচ্ছুক এক মহিলা ক্রেতা জানান, একই জিনিস ফুটপাতে যেটা ৪৫ টাকা গজ মার্কেটে সেটা ৫৫ টাকা থেকে ৬০ টাকা গজ নেয়। আর তাছাড়া ফুটপাতের যত সহজে ক্রয় করা যায় মার্কেটে ততটা সহজে কেনা কাটা করা যায় না।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ