বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় মঙ্গলবার গভীর রাতে হৃদয় ফার্ণিচার নামের একটি দোকান আগুন লেগে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বাগেরহাট ফয়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও অগ্নিকান্ডে দোকান ঘরটি পড়ে সম্পূর্ণ পুড়ে যায় বলে ওই দোকান মালিক মো. মিজানুর রহমান দাবী করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, প্রতিদিনের ন্যায় রাতে সাড়ে ৯টার দিকে কাজ শেষে আমি বাসায় চলে যাই। গভীর রাতে দোকানের আশপাশের থাকা এলাকাবাসির মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দোকানে এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই আমার দোকানে থাকা ১শ৩০ সিএফটি সাইজ মেহগণি কাঠ, কাজ করার আধুনিক যন্ত্রপাতি, দুটি বাইসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে আমি এখন পথের ফকির। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।##

Share Button