কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম জন্মদিন পালিত হয়েছে। পত্রিকাটির ত্রয়োদশ বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার বিকাল ৪টায় উপজেলার ব্যস্ততম শহর শমশেরনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ সাগ্নিক। আলোচনা সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির পক্ষে এএসআই আয়াজ মাহমুদ, সমাজসেবক সিদ্দিকুর রহমান, ডা. নূরুল ইসলাম পুতুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সাবেক সম্পাদক আব্দুল মোক্তাদির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস,কে,দাস, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক রাজা, অঞ্জন রায় চৌধুরী, আলমগীর হোসেন, ফটিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share Button