স্বল্প মূল্যের রুটি বিস্কুট, কেক আর হাওয়াই চপ্পল আর গামছার উপর থেকে বহুল আলোচিত ভ্যাট অবশেষে প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
প্রস্তাব অনুযায়ী, প্রতি কেজি ১শ’টাকা পর্যন্ত দামের পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট, প্রতিকেজি ১৫০ টাকা পর্যন্ত হাতে তৈরি কেকের উপর থেকে বিদ্যমান ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ১৫০ টাকা পর্যন্ত মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকাও এ সুবিধার আওতায় এসেছে। গত বছর এসব পণ্যের উপর ভ্যাট আরোপ করায় তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এসব পণ্যের ভোক্তা মূলত প্রান্তিক শ্রেণির বা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
বৃহস্পতিবার সংসদে এ সুবিধা দেয়া সংক্রান্ত প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠী প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ব্যবহার করেন। এ পণ্যটি দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং প্লাস্টিক রিসাইক্লিং শিল্পের বিকাশের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।
Share Button