পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শাহিনুর রহমান (২৮) নামে মাদকাসক্ত এক যুবক মাদক না পেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সে নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শাহিনুর উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামে ওসমান গনির একমাত্র ছেলে। ওসমান গনির বলেন, ‘শাহিনুর দীর্ঘ দিন ধরে ইয়াবা আসক্ত ছিল। তাকে ভাল করতে সম্প্রতি দিনাজপুর অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ৩ মাস রেখে চিকিৎসা করি। কিছুটা ভাল হলে তাকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু এর কিছু দিন পর সে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। ঘটনা কিছু দিন আগে থেকে সে পরিবারের লোকজনের অস্বাভাবিক আচরন করতো।’
সংশ্লিষ্ট ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, পরিবারের লোকজন শহিনুরকে ভাল করতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসাও করায়। এতে কিছুটা ভাল হয়ে বাড়ি আসে সে। কিছু দিন যেতে না যেতেই আবার আসক্ত হয়ে পড়ে সে। মাদকের টাকার যোগাড় করতে প্রায় সে পরিবারের সাথে খারাপ ব্যবহার করতো। সাম্প্রতিক মাদক বিক্রি বন্ধ হলে  সে অস্বাভাবিক হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
শাহিনুরের বাবা ওসমান গনি ও এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, দীর্ঘ দিন ধরে ইয়াবা আসক্ত ছিল শাহিনুর। চলমান মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি বন্ধ হলে ইয়াবা না পাওয়ায় কারনে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এছাড়া শুক্রবার ভোরে উপজেলার পানিহাটা গ্রামে মৃত সাধগ চন্দ্র রায়ের পুত্র দিনেশ চন্দ্র রায়(৪৫) বাড়ির পার্শ্বে একটি আমগাছে শাড়ি মাধ্যমে গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কলিযুগ গ্রামের ফটিক চন্দ্রে রায়ের পুত্র কৃষ্ণ রায় (১৭) শয়ন ঘরের শরের সাথে প্লাস্টিক রশি দিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিনে উত্তর মালঞ্চা গ্রামের মিজানুর রহমানের পুত্র সাব্বীর হোসেন (২৩) শহরের একটি ইট ভাটায় কাজ করার সময় ট্রাক্টরের টলির চাপায় মারা যায়। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ঘটানার সতত্যা স্বীকার করেছেন।

Share Button