সারাদেশ | তারিখঃ জুন ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 194 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
শনিবার সকালে শিবগঞ্জ পৌরএলাকার জালমাছমারি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গুলনাহার – কশিমুদ্দিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও স্কুল পোষাক বিতরন করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও গুলনাহার -ফাউন্ডেশনের কোষাধক্ষ সৈয়দ নজরুল ইসলামের সভাপতত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম।এছাড়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল্লাাহ আল মামুন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ দুরুল আমিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে।আমাদের সময়ে পড়ালেখার পর্যাপ্ত উপকরন, পোষাকাদি সহ শিক্ষা গ্রহনের সুব্যবস্থা আমরা না পেলেও বর্তমানে এ সরকারের সময়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল সহ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা চালু রয়েছে। আমাদের দেশ আর পিছিয়ে নেই। কাজেই প্রত্যোক শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।কারন বর্তমান শিশুরায় আগামী দিনের ভবিষ্যত।অনুষ্ঠানের শেষে জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন মেধাবি ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান এবং ২শ ৬৩ জন ছাত্র-ছাত্রীকে স্কুল পোষাক প্রদান করেন প্রধান অতিথি।
Leave a Reply