পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে অনৈতিক কর্মকান্ডের দ্বায়ে নাসরিন (৩৫) নামে এক মহিলাকে আটক করেছে গ্রামবাসী।

রোববার মধ্যরাতে উপজেলার কুসুম্বা ইউপির সোনাকুল মাঠে একটি গভীর নলকূপের পার্শ্বে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা জানান, বেশ কিছুদিন যাবত ঐ জায়গাতে মহিলা দিয়ে দেহ ব্যবসা চলে এমন খবর শোনে প্রতিনীয়ত খোঁজখবর রাখি এবং সেই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে খবর পেয়ে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাহাবুব,রকি ও আশিক নামের তিন জন যুবক পালিয়ে যায়।

পরে আপত্তিকর অবস্থায় মহিলাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়। আটককৃত ওই মহিলা বলেন, আমার সঙ্গে মুঠোফোনে মাহাবুব নামে ছেলেটির যোগাযোগ হয়। এরই এক পর্যায়ে ২ হাজার টাকায় চুক্তিতে আমাকে এখানে নিয়ে আসে।

Share Button